রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

৮ বছর পর শিরোপার হাতছানি, বাংলাদেশের সামনে সেই ওমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

শিরোপা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে অনূর্ধ্ব-২১ হকি দল ওমান গিয়েছে এএইচএফ কাপে অংশ নিতে। শুরু থেকে ফাইনাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। এখন শেষের সমীরকরণ মেলানোর পালা। ২০১৪ সালের পর আবার চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের বাধা এখন স্বাগতিক ওমান। বুধবার প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালমঞ্চে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে ওমান ৫-০ গোলে উজবেকিস্তানকে হারিয়ে শিরোপার জন্য খেলবে বাংলাদেশের বিপক্ষে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাসকাটে হবে ফাইনাল।

২০১৪ সালে ঢাকায় হয়েছিল এই টুর্নামেন্ট। বাংলাদেশ ফাইনালে ওমানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। আজ জিতলে ৮ বছর পর আবার শিরোপা আসবে বাংলাদেশের ঘরে। স্বাগতিক বলে এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার ওমান। তবে বাংলাদেশ শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত যেভাবে খেলেছে তাদের লাল-সবুজ জার্সিধারীরাও ফেভারিট এই টুর্নামেন্টের। ফাইনালে বাংলাদেশ-ওমানের ভালো একটি লড়াই হবে বলেই মনে করছেন সবাই।

এই বিভাগের আরো খবর