শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৪

৬৬ শিক্ষার্থী পেল মানুষ-মানুষের জন্য ফাউন্ডেশনের ভর্তি সহায়তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া ৬৬ জন সুবিধাবঞ্চিত-মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা দিয়েছে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া ৬৬ জন সুবিধাবঞ্চিত-মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা দিয়েছে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করে ফাউন্ডেশনটি।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রসংশা করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক মহল এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। তারা মনে করেন, এর ফলে অনগ্রসর, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধাকে আরও বিকাশের সুযোগ পাবে এবং উচ্চ শিক্ষায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পদচারণা বৃদ্ধি পাবে।

ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পাওয়ার পর নিজ অনুভূতি ব্যক্ত করে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অনেক খুশিই হয়েছিলাম। কিন্তু যখন জানতে পারি ভর্তি হতে অনেক টাকার প্রয়োজন তখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হওয়ার উপক্রম ছিল। কিন্তু শেষ সময়ে আমার পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। আজ যে টাকা পেলাম সেটা দিয়ে আমি খুব ভালোভাবে ভর্তির কাজ শেষ করতে পারব।

ভর্তি সহায়তাপ্রাপ্ত আরেক শিক্ষার্থী জানান, দিনমজুর বাবার পক্ষে ভর্তির ১৮ হাজার টাকা সংগ্রহ করা অসম্ভব ছিল। এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি এই ফাউন্ডেশনের ভর্তি সহায়তা প্রোগ্রামের কথা। আবেদন করে চূড়ান্তভাবে মনোনীত হয়ে আজ টাকা পেলাম। আমি সত্যিই অনেক খুশি। এখন নিশ্চিন্তে ভর্তি হতে পারব। ফাউন্ডেশন থেকে মাসিক বৃত্তিটা পেলে খুব উপকার হবে।

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৬৬ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা অনেক বড় ব্যাপার। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের এই প্রজেক্ট আমাদের দেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করবে এবং এই প্রোগ্রাম তাদের বড় স্বপ্ন দেখতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।
এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবোধ দেবনাথ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের উপদেষ্টা ও মাত্রিক বিল্ডার্সের সিইও আমিনুল ইসলাম ইমন এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মাসির উদ্দিন শেখ প্রমুখ।

এই বিভাগের আরো খবর