সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

৪০ একর জমির ধান কেটে দিল কৃষক লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছে কৃষক লীগ। এসময় ১৫ জন কৃষকের ৪০ একর জমির পাকা ধান কেটে দিয়েছে সংগঠনটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছে কৃষক লীগ। এসময় ১৫ জন কৃষকের ৪০ একর জমির পাকা ধান কেটে দিয়েছে সংগঠনটি।

সোমবার (৮ মে) ফেনী জেলা কৃষক লীগের উদ্যোগে দাউদপুর উপজেলার লালপুর ইউনিয়নের এই কর্মসূচিটি উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফেনী জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটারের তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।

কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা বাংলার কৃষক সমাজকে ভালোবাসে, তিনি কৃষক দরদি নেত্রী। কৃষকের কষ্ট দেখে আমাদের নেত্রী নিদের্শ দিয়েছেন ধান কেটে দিতে, আমরা আপনাদের জন্য ধান কাটতে হাজির। কৃষকের জন্য এই কৃষক লীগ। কৃষক কষ্ট পাবে আর আমরা এসি রুমে বসে থাকবো এটা হতে পারে না। কৃষকের প্রধানমন্ত্রীকে দরদি কৃষক সমাজ আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করবে।

ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরমান চৌধুরী, জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ও জাতীয় কমিটির সদস্য খোরশেদ আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ কর্মসূচি শেষে ফেনী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর