রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

৩৫ দিনের জন্য বন্ধ হচ্ছে সাত কলেজের ক্লাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, পূণ্য শুক্রবার, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ মোট ৩৫ দিনের ছুটি পাচ্ছেন ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ছুটি শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং শেষ হবে এপ্রিলের ২৭ তারিখ (বৃহস্পতিবার)। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিন কলেজের অফিস ও বিভাগ খোলা থাকবে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি বলেন, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পূণ্য শুক্রবার (৭ এপ্রিল), ইস্টার সানডে (৯ এপ্রিল), বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব (১২ এপ্রিল ও ১৫ এপ্রিল), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), শব-ই-কদর (১৯ এপ্রিল), জুমাতুল বিদা (২১ এপ্রিল), ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে সাত কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে এবং দাপ্তরিক সব কার্যক্রম যথারীতি চলবে। একইসঙ্গে পূর্বঘোষিত সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি এমন নয় যে সাত কলেজের সব কার্যক্রম বন্ধ হচ্ছে। এসময়ে শুধু শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এছাড়া মাস্টার্স প্রিলি, ডিগ্রির চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে। পরীক্ষা চলমান থাকবে ৬ এপ্রিল পর্যন্ত। স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষ, ২০২১ সালের চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষা এবং স্নাতকোত্তর ২০১৮ ও ২০১৯ সালের চূড়ান্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাও চলমান থাকবে ৬ এপ্রিল পর্যন্ত।

এই বিভাগের আরো খবর