রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৯

২ লক্ষ ৪০০ টাকা মূল্যের রেমডিসিভির অনুদান দিলেন ডাক্তার এম এ বারী

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর।

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

শরীয়তপুর ১০০ শয্যা  সদর হাসপাতালে করোনায়  আক্রান্ত ভর্তিকৃত অসহায় ও গরীব রোগীদের চিকিৎসা সেবার জন্য একশত সাতষট্টি পিস রেমডিসিবার ইঞ্জেকশন এমপল অনুদান প্রদান করলেন ডায়রিয়া চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এমএ বারী। করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসাসেবার একশত সাতষট্টি পিস ইনজেকশন এমপল এর কোম্পানি বাজার মূল্য ২ লক্ষ চারশত টাকা। আজ ৯ ই আগস্ট ২০২১ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ডাক্তার এম এ বারী ২লক্ষ চারশত টাকার মূল্যের রেমডিসিভির ইঞ্জেকশন এমপল শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মনির আহমদ খান এর নিকট কর্তব্যরত অবস্থায় হস্তান্তর করেন। ডাক্তার এম এ বারী গণমাধ্যমকে বলেন বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৪৩ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে এবং বিশ্বে প্রায় বিশ কোটির উপরে মানুষ করোনায়  আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। যত দিন যাচ্ছে প্রতিদিনই করোনায় আক্রান্ত হার বেড়েই যাচ্ছে। আমাদের শরীয়তপুরে করোনায় আক্রান্তের হার অনেক বেশী।প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে, প্রতিদিনই দু'চারজন মৃত্যুবরণ করছে। এই দুর্যোগময় মুহূর্তে সদর হাসপাতালে ভর্তিকৃত করোনায় আক্রান্ত অসহায় গরীব মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়ানো আমি একজন মানুষ হিসাবে কর্তব্য মনে করি, তাই পাশে এসে দাঁড়িয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মনির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালে ভর্তিকৃত করোনায় আক্রান্ত অসহায় গরীব রুগীর  চিকিৎসা সেবার জন্য ২লক্ষ চারশত টাকার মুল্যে ইনজেকশন অনুদান প্রদান করেন সিনিয়র ডাক্তার এম এ বারী। তিনি আরো বলেন এ ক্রান্তিকালে অসহায় গরীব রোগীকে সাহায্য করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।

এই বিভাগের আরো খবর