মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৫

২ দিনের জন্য বন্ধ কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়ক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলী সংযোগ সড়কটি দুই দিনের জন্য বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। এতে পর্যটকদের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরতরা চরম দুর্ভোগে পড়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে আকস্মিকভাবে ওই সড়কটি বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। তবে পৌরসভার কর্মকর্তাদের দাবি, আকস্মিকভাবে নয়, বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই ওই সড়কটি বন্ধ করা হয়েছে।
 
কক্সবাজার পৌরসভার জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন জানান, সড়কের খুব কাছে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য দুই দিন সংযোগ সড়কটি বন্ধ থাকবে। বৈদ্যুতিক খুঁটির কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

উল্লেখ্য, এর আগে সংস্কারের জন্য ৬ মাস বন্ধ রাখা হয় কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি।

এই বিভাগের আরো খবর