সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

১৪ তরুণ-কিশোর আটক, মুচলেকায় ছাড়া পেলো ১১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

ছিনতাই মামলায় গ্রেফতার তিনজন/ছবি: সংগৃহীত

ছিনতাই মামলায় গ্রেফতার তিনজন/ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে তিনজনকে যাত্রাবাড়ী থানার ছিনতাই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন- মো. সম্রাট (২০), মো. শান্ত (১৯), মো. সোহাগ (১৯)। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিশোর-তরুণকে আটক করা হয়। আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের ঘিরে ধরে অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যেতো।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, চুরি-ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়-ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতো। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

তিনি বলেন, আটক ১৪ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই মামলা থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে র‌্যাব-১০ তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তারা যাতে এ ধরনের অপরাধমূলক কাজে জড়াতে না পারে, সেজন্য র‌্যাব আগামীতে তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখবে।

এই বিভাগের আরো খবর