শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

হ্নদয়ে কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন স্বাস্থ্যসেবা শ

এম এ জলিল লাকসাম( কুমিল্লা)  প্রতিনিধি.

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

'হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে হবে মানবতার জয়' এই স্লোগানকে হ্নদয়ে ধারনে প্রতিষ্ঠার ৪ বছর উপলক্ষে রক্ত যোদ্ধাদের  মানবিক সংগঠন হ্নদয়ে কুমিল্লা ১৩ অক্টোবর -২০২৩ জুম্মাবার কুমিল্লা শহরের ট্রমা সেন্টার কনফারেন্স ( হলরুল) বিশাল  স্বেচ্ছাসেবী মিললমেলা অনুষ্ঠিত হয়েছে। 
২০২৩ - স্বেচ্ছাসেবী মিলন মেলায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বাস্থ্যসেবা বিশেষ অবদান রাখায় ও সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল)। 

হ্নদয়ে কুমিল্লা সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার  বীর মুক্তিযোদ্বা বাবু নন্দন চৌধুরীর সভাপতিত্বে -  স্বেচ্ছাসেবী মিলনমেলা প্রধান উদ্বোধক ছিলেন-
হ্নদয়ে কুমিল্লা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহকারি মহাসচিব মোঃ শহীদ উল্লাহ্ মিয়াজী।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -  কুমিল্লার সিলভার ডেভেলাপাস লি. চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব অধ্যাপক মো:  ফারুক আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কুমিল্লা ট্রমা সেন্টারে এর ম্যানেজিং ড্রাইরেক্টর অধ্যাপক ডা. আবদুল হক, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল ( শান্তা হসপিটাল)  এর ভাইস-  চেয়ারম্যান আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার, কুমিল্লা ট্রমা সেন্টারের মেডিকেল ড্রাইরেক্টর মোঃ সফিউল্লাহ, ঢাকা মেট্রোপলিটন  পুলিশ ব্লাড ব্যাংকের ইনচার্জ  একেএম সিদ্দিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সারাদেশ থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
হ্নদয়ে কুমিল্লা সংগঠন সারাদেশে রক্ত যোদ্ধাদের নিয়ে কাজ করে পরিচিত লাভ করে কুমিল্লা জুড়ে সংগঠনটির সুনাম রয়েছে।

এই বিভাগের আরো খবর