সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণের সাহস নেই ওবায়দুল কাদেরের: সাকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

পদযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি. বগুড়া-৪ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যাওয়া আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় এনেছে যে, হিরো আলম তাদের চ্যালেঞ্জ করছেন। ওবায়দুল কাদেরের এ চ্যালেঞ্জ গ্রহণের সাহস নেই। ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি করে গণতন্ত্র মঞ্চ। কর্মসূচি শুরুর আগে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়।

জনগণ সরকারকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলন দমানোর জন্য সরকার পুলিশ ও তাদের গুন্ডাবাহিনী দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে। জনগণ যখন নামে, জনগণ যখন ধাওয়া দেয়, তখন সব গুন্ডারা পালিয়ে যায়। ওবায়দুল কাদের সাহেব তো কোথায় পালাবেন, সেটাও ঠিকঠাক করে ফেলেছেন। পালানোর জায়গা যেহেতু ঠিক হয়ে গেছে, এখন পালানোর প্রস্তুতি নেন। কারণ জনগণ ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’ 

তিনি বলেন, ‘লুটপাট, দুর্নীতি, দেশকে বিভাজিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলাই হচ্ছে এ সরকারের কাজ। এটাই তারা করতে থাকবেন। বিভিন্ন দেশের কোম্পানি ও সরকারকে সুবিধা দিয়ে কীভাবে ক্ষমতায় থাকা যায়, তারা (সরকার) এখন সেই চেষ্টা করছেন। ভাবছেন, বেশি দামে বিদ্যুৎ কেনার সুযোগ দিলেই মনে হয় ক্ষমতায় টিকে থাকা যাবে। এভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় থাকার যে স্বপ্ন, তা দেশের মানুষ ভেঙে চুরমার-তছনছ করে দেবে।’

স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম এখন চলছে উল্লেখ করে সাকি বলেন, ‘বিরোধী দলগুলো একটি যৌথ ঘোষণার ভিত্তিতে যুগপৎ আন্দোলন আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই একটি যৌথ ঘোষণার ভিত্তিতে এ যুগপৎ আন্দোলন আরও জোরদার করা হবে। দেশের সাধারণ মানুষও এতে ঐক্যবদ্ধ হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।

এই বিভাগের আরো খবর