বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৩

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা, পাশে কেউ নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত তিনি। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে দেবের নায়িকাকে। 

টাইমস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে পূজা জানান, ‘শুরুতে খুব ক্লান্তিভাব ছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

অভিনেত্রী বলেন, ‘জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনওরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে’।

কঠিন পরিস্থিতি কে আছে পূজার পাশে? অভিনেত্রী জানালেন, তেমন কেউই নেই। শুধু স্বামী কুণাল রয়েছেন হাসপাতালে। তবে কুণালের বাইরে আর কেউ যত্ন করার মতো নেই। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই জুটি। সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।’

একটা সময় হিন্দি টেলিভিশনের চর্চিত মুখ ছিলেন পূজা। যদিও টলিউডেও বেশি সময় পার করছেন তিনি। চলতি বছরের শুরুতেই ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। কিছুদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেনজিতের নায়িকা হিসাবে একটি ছবির কাজ শেষ করেছেন। 

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কম আলোচনায় থাকেনি। দীর্ঘদিন প্রেমের পর টেলি অভিনেতা কুণালকে বিয়ে করেন পূজা। করোনাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে পূজা সামনে আনেন তাদের বিয়ের খবর। 

মা হওয়ার পর টেলিভিশনে কাজ কমিয়েছেন। পূজার কথায়, ‘টেলিভিশনে কাজ করলে বাচ্চাকে সময় দেওয়া যায় না। ব্যক্তিগত জীবনেও সময় পাওয়া যায় না।’ 

এই বিভাগের আরো খবর