শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৪

হরতালের সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের মিছিল

আহমেদ সানি, জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এ মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। 

এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিমেল, যুগ্ম সম্পাদক-সুমন, জাফর , রুমি, তুহিন, পরাগ, আরিফ, অর্নব, জাহিদ, সহ সাংগঠনিক সস্পাদক- নাইমুর, সালমান‌, মামুন, মাসফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে ছিল, আছে, থাকবে এবং সর্বোচ্চ আন্দোলন সৃষ্টি করবে।

শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রকামী জনতাকে মোকাবিলা করতে ভয় পেয়ে বিএনপি'র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বর্বর হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলতে চায় এসব হামলা মামলা গ্রেফতার করে এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। আমরা জীবন দিয়ে হলেও এই দেশ এবং জনগণকে রক্ষা করবোই করবো ইনশাআল্লাহ।জনগণের বিজয় সন্নিকটে।

উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকার কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেয় দলটি।

এই বিভাগের আরো খবর