সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

হজযাত্রীদের জন্য সৌদি আরবের দেওয়া শর্ত প্রকাশ করল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

সালমান চৌধুরী

সালমান চৌধুরী

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে যাবেন হজযাত্রীরা। বাংলাদেশ থেকেও যাবেন হজযাত্রীরা। তবে এ জন্য হজযাত্রীদের কয়েকটি শর্ত পূরণের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটি শর্তগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছে।গত সোমবার শর্তগুলো প্রকাশ করে বিজ্ঞপ্তিতে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের দেওয়া শর্তগুলো হলো—হজে গমনে ইচ্ছুকদের করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।যাঁরা হজ করেননি, এবারের হজে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে সম্প্রতি জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ৬৫ ঊর্ধ্বেও হজ পালন করতে পারবেন।চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে।