বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬১

সড়ক দুর্ঘটনায় নিহত বশেমুরবিপ্রবি`র সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

সোমবার (২৭ ডিসেম্বর) আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়াতে অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুভ বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার মৃত শামসুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোনাপাড়ার অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চলন্ত ভ্যানের চাকা খুলে যাওয়ায় পেছন থেকে আসা  দোলা পরিবহনের একটা বাস শুভকে পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী শুভর সাথে থাকা অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের অবস্থাও আশংকাজনক।

হাইওয়ে পুলিশের ইনসপেক্টর আবু নাইম মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করছে ডিবি পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে পুলিশ। এছাড়া বাস ও ভ্যান আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
 

এই বিভাগের আরো খবর