বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

স্বেচ্ছাসেবক দলের ৬ জেলা-মহানগরে নতুন কমিটি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬ জেলা ও মহানগর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা ও মহানগর ইউনিটগুলো হলো- রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, বগুড়া জেলা, কক্সবাজার জেলা, সিলেট মহানগর ও সিলেট জেলা (আংশিক)। 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী মহানগর
আহ্বায়ক মীর মো. তারিক খালিদ (মীর তারেক), সদস্যসচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু।

রাজশাহী জেলা
আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক।

বগুড়া জেলা
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্যসচিব হয়েছেন আবু হাসান।


সিলেট জেলা
আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিফতাউল কবির।

সিলেট মহানগর
আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল।

কক্সবাজার জেলা
আহ্বায়ক অ্যাডভোকেট ইউনুস আলী ও সদস্যসচিব মোহাম্মদ সরওয়ার রোমান। 

এই বিভাগের আরো খবর