রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫০

স্বদেশি ডুমিনিকেই ব্যাটিং কোচ করছে দক্ষিণ আফ্রিকা

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

অধিনায়ক পদে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ছেড়েছেন টি-টোয়েন্টির নেতৃত্ব। নতুন করে দায়িত্ব পেয়েছেন টেস্ট ফরম্যাটের।

এদিকে কোচিং প্যানেলেও পরিবর্তন আসছে প্রোটিয়াদের। সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা। তিনি জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন।
জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন প্রায় ১৫ বছর। দেশের হয়ে ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন ৩৮ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।

ডুমিনি বর্তমানে পার্ল রকসের প্রধান কোচ। ডুমিনি সিলেকশন প্যানেলেরও অংশ হতে পারেন। ছাঁটাই করা হয়েছে নির্বাচন সমন্বয়কারী ভিক্টর ম্পিতসাং এবং নির্বাচক প্যাট্রিক মোরোনিকে। সম্প্রতি বিতর্কে দুজনের নাম উঠেছিল।
ম্যানচেস্টার টেস্টে হঠাৎ সিমন হারমারকে ডেকে সমালোচনার মুখে পড়েন তারা। উইনিং কম্বিনেশন ভাঙায় লর্ডসে পেসারবান্ধব পিচে বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

এই বিভাগের আরো খবর