মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৯

সৈবাল মৎষ্য প্রকল্পের লিজের টাকা বিতরন

দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

আজ সকালে কুমিল্লা দাউদ কান্দির শিংগুলা ঈদগাহ মাঠে সৈবাল মৎস্য প্রজেক্টের জমির মালিকদের হাতে তাদের পত্তনের টাকা বুঝিয়ে দিয়েছেন প্রজেক্টের লিজ গ্রহীতা  কোম্পানির  ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান (আসিফ)।পত্তনীরা তাদের পাওনা টাকা বুঝে পেয়ে  সন্তুষ্টতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, উক্ত প্রজেক্টের জমির মালিকেরা  বিগত ছয় মাসে তাদের পাওনা টাকা না পেয়ে গত ১৬ নভেম্বর সকল গ্রাম বাসী প্রকল্প এলাকায় লিজ গ্রহীতাদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানব বন্ধন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

লিজ গ্রহীতাদের কাছ থেকে জানা যায় প্রজেক্টের  কমিটির সদস্য স্থানীয় চেয়ার ম্যান লোকমান হোসেন  প্রকল্পের লিজের সমূদয় টাকা কৃষকদের বুঝিয়ে দেয়ার কথা বলে নিয়ে গেছে। এদিকে  ছাত্র জনতার গন অভ্যুথানের পর থেকেই লোকমান চেয়ারম্যান এলাকা ছেড়ে পালিয়ে যায়। 


আজ সকালে প্রকল্পের জমির মালিকেরা তাদের পাওনা টাকা বুঝে পেয়ে সন্তুষ্ট হয়ে গত সপ্তাহে ঘটিত বিক্ষোভের জন্য আন্তরিক ভাবে  দুঃখ প্রকাশ করেন এবং কোম্পানির নিকট ক্ষমা প্রার্থনা করেন। পত্তনিদের মাঝে তাদের পাওনা টাকা বিতরন কালে এ সময় লীজ গ্রহীতা কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক নজরুল ইসলাম সরকার, চিফ অফ একাউন্টস সোহেল উদ্দিন, ম্যানেজার মেজবাহ উদ্দিনসহ অনান্য কর্ম কর্তাগন  অপর দিকে  প্রকল্প কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত আলী মাষ্টার, প্রফেসর সুমন,প্রফেসর মাসুদসহ আরো অনেকে।

এই বিভাগের আরো খবর