মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫১

সেপ্টেম্বরে নয়, ২০২৩ সালে বাংলাদেশ আসবে ইংল্যান্ড

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করার কথা ছিল ইংল্যান্ডের। তবে সফরটি স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন সূচিতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশ আসার পরিকল্পনা নিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ আগস্ট) ইসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে ম্যাচগুলো মাঠে গড়াবে।

সফরটি চলমান করোনা পরিস্থিতির জন্য পেছানো হয়নি বলে জানানো হয়েছে। অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে বসতে চলা স্থগিত হওয়া আইপিলকে প্রাধান্য দিচ্ছে ইংলিশ ক্রিকেটাররা।

এই বিভাগের আরো খবর