বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

সিলেট বিভাগের ৮টি ইউপিতে ভোট চলছে কড়া নিরাপত্তায়

জাকির হোসেন সুমনঃ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২  

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮টি ইউপিতে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ১ লাখ ৬৮ হাজার ২৬০ জন ভোটারের এসব ইউপিতে সোমবার সকাল ৮টায় ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

সপ্তম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হতে যাচ্ছে। শেষ ধাপের এ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

এরমধ্যে সিলেট জেলার ১টি এবং সুনামগঞ্জ জেলার ৭টি ইউনিয়নে একযুগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, আমাদের প্রস্তুতি খুবই ভালো। তিন স্তরের নিরাপত্তায় আজ শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। সবকটি ভোটকেন্দ্রে গতকাল রোববার ও আজ সোমবার সকালে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সুনামগঞ্জের কিছু দুর্গম এলাকা ছাড়া সবকেন্দ্র সকালে ব্যালট পেপার পৌঁছান হয়ে। দুর্গম এলাকায় রাতে ব্যালট পেপার পাঠান হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

 

সুনামগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১২৭জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৮ জন। ইউনিয়নগুলোর মোট ৭১টি কেন্দ্রে এক সঙ্গে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ৪ জন রিটার্নিং ৭১ জন প্রিসাইডিং এবং ৮১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, ইউপি নির্বাচনে ৭ ইউপিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৪টি স্ট্রাইকিং ফোর্স,পুলিশ ফোর্স, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনী মাঠে মোতায়েন রয়েছে।

 

এদিকে সিলেট জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু করার লক্ষ্যে রোববার বিকেলে মধ্যেই উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপার আজ (সোমবার) সকালে পৌঁছানো হয়।

 

নিজপাট ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম কেন্দ্রগুলো পরিদর্শন করেছে। এছাড়াও রোববার বিকাল থেকে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি'র স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে সর্বমোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। ৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত দৈনিক তরুণ কন্ঠ পত্রিকা কে জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, শেষ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সোমবার (৭ ফেব্রুয়ারি)।

এই বিভাগের আরো খবর