মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৭

সিরাজগঞ্জে সড়ক দখল করে ওয়ার্কশপ, যানজটে নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কে তীব্র যানজট।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কে তীব্র যানজট।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাটওয়াবদা থেকে বাজার স্টেশন এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে উঠেছে গাড়ি মেরামতের ওয়ার্কশপ। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ যাত্রী ও স্থানীয়দের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সিরাজগঞ্জ শহর হয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন চলাচলের সুবিধার্থে ২০১৭ সালে মহাসড়কে মুলিবাড়ি মোড় থেকে নলকা পর্যন্ত ২ লেনের সড়ক প্রশস্ত করে সড়ক বিভাগ। সেই সঙ্গে এই সড়কের কাটাওয়াবদা থেকে শিয়ালকোল পর্যন্ত দুই লেনের সড়ককে চার লেনে উন্নীত করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের কাটাওয়াবদা থেকে থেকে বাজার স্টেশন পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাস কাউন্টার, সিএনজি অটোস্ট্যান্ড ও গাড়ি মেরাতমের ওয়ার্কশপ। রাস্তার দুপাশের দুই লেন দখল করে রাখা হয়েছে সারি সারি ট্রাক। রাস্তার ওপর গাড়ি রেখেই করা হচ্ছে মেরামতের কাজ। এতে পুরো রাস্তাজুড়ে প্রতিনিয়তই যানজট লেগেই থাকছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনাও। আর যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের। সড়কে যানজটের ভোগান্তি কমাতে সড়ক দখলমুক্ত করার দাবি স্থানীয়দের।

সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, সড়ক দখলমুক্ত করতে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে। ২০১৭ সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি মোড় থেকে নলকা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক বিভাগ। আর প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ৩১৬ কোটি টাকা।

এই বিভাগের আরো খবর