মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৬ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান-অটো সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ‍দুই যাত্রী। 
বুধবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের শ্রীকোলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রুবেল হোসেন (২২) ও আখের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৫)। 

আহত দুজন হলেন- একই মহল্লার ভ্যানচালক মাহমুদুল ইসলাম (৩৫) ও যাত্রী কলেজছাত্র আবু হানিফ। 

নিহত রুবেল সরকারি আকবর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 
একই কলেছের ছাত্র আহত আবু হানিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আর ভ্যানচালক মাহমুদুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, রুবেল ও আবু হানিফ সিরাজগঞ্জে আনসার ভিডিপি প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য উল্লাপাড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ডে আসছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে অটোভ্যানযোগে তারা শ্রীকোলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে ভ্যানচালক যাত্রীসহ দাঁড়িয়েছিলেন। এ সময় পাবনাগামী ঈশ্বরদী ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও দুজন। 

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি  মামলা হয়েছে। 

এই বিভাগের আরো খবর