বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

সিনহা হত্যা মামলা, প্রত্যক্ষদর্শীকে ওসি প্রদীপের আইনজীবীর জেরা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় তৃতীয় দিনে ৫ম সাক্ষীর জেরা চলছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন টেকনাফের শাপলাপুরের ঘটনাস্থল নিকটবর্তী জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. আমিন। পরে সকাল সাড়ে ১১ টার দিকে তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালতে থাকা আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আরটিভি নিউজকে জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার কিছু সময় পর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ৫ম সাক্ষী সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য প্রদানের জন্য ৩ সাক্ষীকে আদালতে উপস্থিত রাখা হয়েছে।

এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত। রোববার দ্বিতীয় দফায় প্রথম দিনে মামলার ৩ নম্বর সাক্ষী মোহাম্মদ আলীর এবং সোমবার আদালতে চতুর্থ সাক্ষী হিসেবে কামাল হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। মামলায় ৮৩ জন সাক্ষীর মধ্যে পর্যন্ত ৫ জনের সাক্ষ্য প্রদান শেষ হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যান করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

পিপি ফরিদুল বলেন, গত ২৩ থেকে ২৫ আগস্ট প্রথম দফায় সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। ওই ৩ দিনে মামলার বাদী ও ২ নম্বর সাক্ষী জবানবন্দি প্রদান করেন। গত রোববার থেকে দ্বিতীয় দফায় প্রথম ও দ্বিতীয় দিনে মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হওয়া বিচার কাজে আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত আদালতের নোটিশ পাওয়া অপর ১১ জন সাক্ষী জবানবন্দি প্রদান করার কথা ছিল। কিন্তু ১১ জনের সাক্ষ্য প্রদান সম্ভব না হলে সাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ ঘোষণা করবেন বিচারক।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এই বিভাগের আরো খবর