মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

সালথায় বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে মহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রথমে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ওদোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দৈনিক যুগান্তরের সাহসী লেখুনির কথাতুলে ধরে প্রশাংসা করেন।


দৈনিক যুগান্তর পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামেরআয়োজনে আলোচনা সভায় সভাপত্বি করেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিমমোল্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদেরচেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী ও সালথা সরকারি কলেজেরঅধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, হারুন অররশিদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসেরহুসাইন, এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, এফ এমআজিজুর রহমান, মজিবুর রহমান, লিয়াকত আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলামমারুফ, প্রচারওপ্রকাশনা সম্পাদক লাভলু মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদকপারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন, সাংবাদিক মোশারফ হোসেন,বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার, মোশারফ মাসুদ,সাজ্জাদ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর