সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৫

সাব্বিরের সেঞ্চুরিতে রান পাহাড়ে মাশরাফির রূপগঞ্জ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২  

কেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিজেন্ডসদের অধিনায়ক মাশরাফি। ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ রানে ওপেনার সাব্বির হোসেন এবং ১৬ রানে বিদায় নেন রাকিবুল হাসান নয়ন।


তিন নম্বরে ব্যাট করতে নেমে সাব্বির রহমান রুম্মন রীতিমত টর্নেডো বইয়ে দিয়েছেন রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর। ১১১ বলে তিনি খেলেছেন ১২৫ রানের বিশাল ইনিংস। চার আর ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। মোট ৮টি করে বাউন্ডারি এবং ছক্কা মেরেছেন সাব্বির।

শুধু সাব্বিরেই নন, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন ভারতীয় রিক্রুট চিরাগ জানি। ৬৬ বলে ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মারও তেরেছেন।

শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩২৫ রান। নাঈম ইসলাম করেছেন ৩৩ রান। মুকিদুল ইসলাম মুগ্ধ নেন ২ উইকেট, ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, ফরহাদ রেজা এবং শরিফুল্লাহ।

এই বিভাগের আরো খবর