শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

সাফজয়ী দলকে শুভেচ্ছা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক 

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই অর্জনের জন্য তাদের অভিন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বুধবার এক বিবৃতিতে নেপালে বাংলাদেশের এই জয়ের জন্য শুভেচ্ছা জানায় তারা।  
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। এই জয় আমাদের সবার জন্য গর্বের। পু্রো দেশের মতো আমরাও এই অর্জন উদযাপন করছি ও ভবিষ্যতে আরও অনেক সাফল্যের দিকে তাকিয়ে আছি। ’

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  এর আগে এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি। তবে আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা উৎসবে মেতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই বিভাগের আরো খবর