বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

সাংবাদিকদের সাথে শাল্লার নবনিযুক্ত ওসি`র মতবিনিময়

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

সুনামগঞ্জের শাল্লা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রবিবার ২৯আগষ্ট বেলা দুপুর ১২টায় তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা জনগণকে শতভাগ সেবা দিতে প্রস্তুত, আমি থানার সকল পুলিশ অফিসারগণকে বলে দিয়েছি পুলিশ ক্লিয়ারেন্স, জিডি, এফআইআরে যেন কোনো লোক ভোগান্তির শিকার না হন। এছাড়াও তিনি আরো বলেন, শাল্লা থানার সাধারন লোকজন যেন তাদের অভিযোগ নিয়ে সরাসরি আসেন। আমরা তাদের সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
 
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার, সাংবাদিক জেসি বিশ্বাস যতীন, পিসি দাশ পীযুষ, হাবিবুর রহমান হাবিব, আরসি দাস রাখাল, দেলুয়ার হোসেন, বিপ্লব রায়, আমির হোসেন, শান্ত কুমার তালুকদার, মোঃ আমির হোসাইনসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গত ২৪আগষ্ট শাল্লা থানায় যোগদান করেন। 
 

এই বিভাগের আরো খবর