রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

সহধর্মিণী হারালেন নাট্যকার মামুনুর রশীদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪  

বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা মামুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।

দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন গওহর আরা মামুন। অসুস্থ অবস্থায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তার মৃত্যুতে মামুনুর রশীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় দাফন করা হবে গওহর আরা মামুনকে।

এই বিভাগের আরো খবর