বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

সবজির চড়া দামে হতাশ ক্রেতারা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১  

বাজারে বেশ কিছুদিন ধরে শিম, টমেটো, গাজর, গোল বেগুন, করলা, মূলা, লাউ, ফুলকপিসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কিছু সবজি ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। সবজির এমন চড়া দামে হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সবজির দামের ঊর্ধ্বগতি আরও কিছুদিন থাকবে।

শুক্রবার (১৫ অক্টোরব) রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বেশিরভাগ বাজারেই এখন প্রতিকেজি শিম ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১০০ থেকে ১৪০ টাকা, গাজর ১০০ থেকে ১১০ টাকা, গোল বেগুন ১০০ থেকে ১১০ টাকা আর কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, মূলা ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ছোট সাইজের প্রতি পিস ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৬০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।

সবজির দাম এমন ঊর্ধ্বগতির বিষয়ে রাজধানীর কাওরান বাজার এলাকার হাসান বলছেন, বেশ কয়েকদিন ধরেই প্রতিটি সবজি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। যারা দিন এনে দিন খায় তাদের এখন খুব খারাপ দিন যাচ্ছে।

শুক্রাবাদের জামান উদ্দিন জানান, বাজারের যেই অবস্থা ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এরমধ্যে কিছু সবজি তো ১০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে। এত দাম হলে সবজি কিনাই বন্ধ করে দিতে হবে।

এদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই আমাদের কাছ থেকে দাম বেশি নিচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। এছাড়া এক মণ সবজিতে টিকে মাত্র ৩০ কেজির মতো। আনতেও খরচ হয়। কিছুদিন ধরে সবজির দাম বেশি হলেও শীতের নতুন সবজি আসলে দাম কমে যাবে।

এই বিভাগের আরো খবর