মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৭

সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১  

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ আগস্ট) ২৩ রানে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটির। তাই অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

এদিকে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের ক্ষতটা এখনও তরতাজা। তার ওপর ‘মরার ওপর খারার ঘা’ হয়ে দাঁড়ালো বাংলাদেশের কাছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের শুরুতেই হারের লজ্জা।

তাই জয়ে ছাড়া কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া। মাঠে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই।

হোম অব ক্রিকেট থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি-স্পোর্টস, গাজী টিভি। র‍্যাবিটহোল বিডি’র ইউটিউবেও দেখা যাবে এই ম্যাচ।

এই বিভাগের আরো খবর