বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

"শেরপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমা

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

জানা গেছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে চরশেরপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম রেজাকে ৫ হাজার টাকা, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুরুজকে ১ হাজার টাকা, নৌকা প্রতীকের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মিল্টনকে ৫শ টাকা ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ মাসুদকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই
অভিযোগের দায়ে ৭ ইউপি সদস্য প্রার্থীকে ৫শ টাকা করে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান, দেয়ালে পোস্টার লাগানোসহ বিভিন্নভাবে ইউপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় এসব প্রার্থীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। সেইসাথে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সদর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর