মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

শুরু হয়েছে বিসিবির আলোচিত এজিএম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন-ব্লুতে বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে উৎসবের আমেজ। বসেছে ক্রিকেটে মাঠের বাইরের মহাউৎসব। ২০১৭ সালের  ৩১ অক্টোবরের পর আবার বসেছে বার্ষিক সাধারণ সভা বা এজিএম। প্রায় ৪ বছর পর এই এজিএমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব পরিচালক আর কাউন্সিলরা এক হয়েছেন একই ছাদের নিচে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে শুরু হয়েছে আজকের এজিএম। । 

সম্মানিত সদস্যদের আসনগ্রহণ চলে ১১.৩০ থেকে ১১.৫০ পর্যন্ত। বোর্ড সভাপতি ও পরিচালকবৃন্দদের আসনগ্রহণ ১১.৫৫ মিনিটে। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে দুপুর ১২টায় শুরু এজিএমের মূল কার্যক্রম। এরপর বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক ক্রীড়া ব্যক্তিত্বদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন এবং এক মিনিট নীরবতা পালন করা হয় ১২.০৫টায়।

কাউন্সিলরবৃন্দের উদ্দেশে বোর্ড সভাপতির স্বাগত বক্তব্য ১২.১০ মিনিটে। এরপর এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এবং জয়ী দলের উপর অডিও ভিজ্যুয়াল উপস্থাপন পর্ব, যেটি শুরু হবে ১২.৩০ মিনিটে। সবশেষ বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি আলোচনা ও অনুমোদন দিয়ে মূল পর্ব শুরু দুপুর ১২.৩৫ মিনিটে।

* বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২.১ অনুযায়ী বার্ষিক সাধারণ সভা ২০২১ আয়োজনে অনুমোদন।

* গত ২রা অক্টোবর ২০১৭ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন।

* গত ২রা অক্টোবর ২০১৭ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন।

* পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত ও প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক পেশকৃত পূর্ববর্তী বছর-সমূহের (২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০) কার্যক্রমের প্রতিবেদন বিবেচনা এবং অনুমোদন।

এই বিভাগের আরো খবর