রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

শুরু হতে যাচ্ছে ২০২৩ শের ইজতেমা

মুহাম্মদ বশির আহমাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

টঙ্গী তুরাগ নদীর তীরে আগামী ২০২৩ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। ইজতেমা মাঠে স্বেচ্ছায় মুসল্লিরা খুঁটি, প্যান্ডল টাঙ্গানোসহ বিভিন্ন কাজ করছেন।
দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি। ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্ব শেষ হবে।
 মাঝখানে চারদিন বিরতি দিয়ে ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।  মাঝে চার দিন বিরতি দিয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। 
এর আগে আগামী ২, ৩, ৪ ও ৫ ডিসেম্বর স্বল্প পরিসরে ময়দানের উত্তর-পূর্ব কোনে স্থাপিত টিনশেডে দেশ-বিদেশের তিন চিল্লার সাথীদের সমন্বয়ে প্রথম পর্বের আয়োজকদের চারদিনের জোড় ইজতেমা হওয়ার কথা রয়েছে।
 ইতোমধ্যে বিশ্ব ইজতেমা মাঠে স্বেচ্ছায় মুসল্লিরা খুঁটি, প্যান্ডল টাঙ্গানোসহ বিভিন্ন কাজ করছেন। 
ময়দানে কাজ করতে আসা স্বেচ্ছাসেবীরা জানান, তুরাগ নদীর তীরের ১৬০ একর সুবিশাল ময়দান প্রস্তুত করতে শত-শত স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন। 
২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারীর কারণে গত দুইবছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্ততি কাজ স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলছে। 
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বাসসকে বলেন, আগামী ১৩ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইজতেমা মাঠসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।