সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৬৫

শুক্রবার: ক্রেতা নেই পেঁয়াজের পাইকারি বাজারে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

 

রাজধানীর পেয়াজের পাইকারি বাজার এখন প্রায় ক্রেতাশূন্য। পাইকাররা জানিয়েছেন, এখন প্রতিকেজি দেশি পেয়াজ ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতা কমে গেছে। রফতানি বন্ধের খবরে প্রথম দিকে লোকজন কেনাকাটায় ভিড় করেছিল। কিন্তু এখন তেমন ভিড় নেই।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ৮৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ সর্বোচ্চ ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু এই বাজারে এখন পেয়াজের ক্রেতা একেবারেই নেই।

দাম বাড়ানোর কারসাজির পর বিভিন্ন দফতরের অভিযান শুরু হয়। ফলে গত দুদিনের মতো আজও কমতির দিকে পেঁয়াজের দাম।

আড়তদাররা জানিয়েছেন, বাজারে দেশি বা আমদানি কোনো পেয়াজেরই এখন ঘাটতি নেই। ভারতীয় পেঁয়াজের দাম বাড়ছে বা রফতানি বন্ধের খবরে দেশি পেয়াজের বড় ব্যবসায়ীরা পেয়াজ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সরকার ভারত ছাড়া অন্য দেশ থেকে পেয়াজ আমদানি করলে এমনটা হওয়ার আশঙ্কা আর থাকবে না।

এই বিভাগের আরো খবর