বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১৬

শিশুদের হাতে বিপদজনক এই গ্লো-স্টিক ললিপপ

সুমন হোসেনঃ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

 

গ্লো-স্টিক দিয়ে ললিপপের কাঠি। দারুণ একটা আইডিয়া ! শিশুরা নিশ্চয়ই পাগল হয়ে ছুটবে এর পিছনে। কিন্তু গ্লো-স্টিক জিনিসটা ভেঙ্গে গেলে কতোটা বিপদজনক হতে পারে আসুন তা জেনে নেইঃ

গ্লো-স্টিকের ভেতরে কাঁচের ক্যাপসুলে ডাইবিউটাইল ফ্যালেইট বা হাইড্রোজেন পারক্সাইড আর ফ্যালেইক এস্টার থাকে। বাইরে থাকে ফিনাইল অক্সালেট।কাঁচের ক্যাপসুল ভেঙ্গে দ্রবণের প্রভাবে গ্লো করে।

একটা বাচ্চা খেলার ছলে কিংবা কৌতূহল বশত কামড় দিয়ে গ্লো-স্টিকটি ভেঙ্গে ফেলতে পারে।

ফলে  ভিতরে থাকা উপাদান গুলো  চামড়ায় লাগলে চামড়া পুড়ে যেতে পারে; মুখে গেলে মুখ পুড়বেই; চোখে গেলে চোখের ক্ষতি হবে; আর ভেতরের কাঁচের টুকরাতে মুখের ভিতরের অংশে রক্তাক্ত হয়ে পেটে ভিতর চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

এমন বিপদজনক পরিস্থিতির শিকার হলে সাথে সাথে পানি ঢালতে থাকুন; সম্ভব হলে গোসল করিয়ে দিন যাতে সব কেমিক্যাল ধুয়ে চলে যায়।

যতটুকু সম্ভব শিশুদের গ্লো-ষ্টিক থেকে দূরে রাখুন।

এই বিভাগের আরো খবর