সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

শিরোপা জিতিয়ে গুজরাট টাইটান্স ছাড়ছেন শুভমান গিল?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

আইপিএলে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি জিতে নিয়েছে শিরোপা। যার পেছনে অন্যতম কারিগর শুভমান গিল। সেই শুভমন কি এবার গুজরাট টাইটানস ছাড়তে যাচ্ছেন? একটি টুইট ঘিরে সে রকমই জল্পনা তৈরি হয়েছিল।

যদিও গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমান দল ছাড়ছেন না।
শনিবার বিকেলের দিকে গুজরাটের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘এই যাত্রাটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতের জন্য তোমায় শুভ কামনা জানাচ্ছি। ’ সেই টুইটে স্মাইলি দিয়ে কমেন্ট করেন শুভমান গিল। তার পরেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার গুজরাট ছাড়তে যাচ্ছেন গিল? দলের পক্ষ থেকে তাকে বিদায়ি সম্ভাষণ জানানো হলো?

সেই পোস্টে তুমুল আলোচনার মধ্যে গুজরাটের পক্ষ থেকে আরো একটি টুইটে দাবি করা হয়, ‘টুইটার দুনিয়া, গিল সর্বদা আমাদের দলের অংশ থাকবে। বিশেষ দ্রষ্টব্য : আপনারা যেটা ভাবছেন, সেটা নয়। কিন্তু আমরা আপনাদের আলোচনায় বেশ মজা পেয়েছি। এটা চলতে থাকুক। ’ অনেকের ধারণা, প্রচারের কৌশল হিসেবেই এটা করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর