শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

শাল্লায় ৪জন করোনা আক্রান্ত, আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

সুনামগন্জের শাল্লায় পুলিশের এসআই সহ ৪জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার ১জুলাই বেলা ১১টায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রেপিড টেস্ট ডিভাইসে ১৩জনের নমুনা পরীক্ষায় ৪জনের ফলাফল পজিটিভ আসে। ওই চারজনের মাঝে শাল্লা থানার এসআই একজন, চব্বিশা গ্রামের একজন মহিলা, দামপুরের একজন ও হাসপাতালের জীপচালক রয়েছেন। 

অপরদিকে করোনা রোগীর চিকিৎসায় ওই হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে এবং করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।  
আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া, আরএমও ডাঃ রবিউল আকরাম, মেডিকেল অফিসার ডাঃ সালমা বেগম, ডাঃ এসএম ইমরান হাসান সৈকত, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন কার্যকরে শাল্লা থানা পুলিশ বিভিন্ন টীমে ভাগ হয়ে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে জোরদার টহলে রয়েছেন। 

এই বিভাগের আরো খবর