মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৫ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

শার্শায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

নিহত ইজিবাইক চালকের নাম শাকিব (১৯)। তিনি শার্শার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে । মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক  ১০টার দিকে উলশী ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ব্লাকের রাস্তা নামক স্থান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

 

স্হানীয়রা জানায়, উপজেলার বড়বাড়িয়া গ্রামের ব্লাকের রাস্তা নামক স্থানে মৃতদেহ পড়ে ছিল।এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।ব্লাকের রাস্তা নামক স্থানে আগেও ছিনতাই এর মত ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন  যাবত এই ইউনিয়নের কিছু কিছু জায়গায় চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটেছে বলে অনেকেই অভিযোগ করেছে। 

 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ইজিবাইক চালক শাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর