বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

শান্তিগঞ্জের অধ্যক্ষ আব্দুল মোনায়েমের ইন্তেকাল, জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

গতকাল রবিবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মোনায়েম,(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সোমবার(৮ নভেম্বর) সকাল ১১ টায় ডুংরিয়া বাজারের পশ্চিমের মাঠে তার জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,

কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব মোঃ  রুহুল আমীন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, (অবঃ) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান,  শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন খান, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হাজী আব্দুল লতিফ কালাশ, হাসান মাহমুদ তারেক, ফরিদুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ভূইয়া, পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের  সৈয়দ রমিজ উদ্দীন, গনিনগর ষোলগ্রান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা তদবির আলম, সাতগাও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুক মিয়া, জেবিবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, মাওলানা হোসাইন আহমদ ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ কয়েক হাজার মুছল্লিরা প্রমূখ। 
তাহার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে অধ্যক্ষ আব্দুল মোনায়েমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। সকালে মরহুমের বাসভবনে এসে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মন্ত্রী।

এই বিভাগের আরো খবর