বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮১

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিমিয়

জামিউল ইসলাম তুরান

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। 
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করেন তিনি। সভায় উপজেলার প্রতিটি হাওরের মৎস্য সংক্রান্ত উন্নয়ন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জেলেদের সচেতনতা প্রসঙ্গ ও মৎস্য সপ্তাহ পালন এবং মৎস্য সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এ কর্মকর্তা।

সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ছকিনা আকতার, মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, সামিউল কবির ও ছায়াদ হোসেন সবুজ।

এই বিভাগের আরো খবর