বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; আহত ১০

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার গাগলী দেবের গ্রাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 
শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হাওলাদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে আহতরা প্রাথমিক চিকিৎসার শেষে বাড়ি চলে যান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাই যাওয়ার পথে যাত্রীবাহী ১টি বাস শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী- দেবের গ্রাম পয়েন্টে পৌঁছালে এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হলেও কারো অবস্থা গুরুতর নয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল হাওলাদার বলেন, 'খবর পেয়ে আমরা  ঘটনাস্থলে গিয়ে ১ জন আহত লোককে পেয়েছি, আর বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিজেস্ব গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পাইনি। বাসটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর