রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho

শপথের সম্মান রাখতে চাই: সিইসি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪  

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বলেছেন, শপথ যেটি নিয়েছি সেটির সম্মান রাখতে চাই। এটাকে সমুন্নত রাখতে চাই।

তিনি আরও বলেন, আগে যারা শপথ নিয়েছে তারা শপথ ভঙ্গ করেছে। এবার আর শপথ ভঙ্গ হবে না। আমি এ দায়িত্বকে জীবনের একটি বড় অপরচুনিটি হিসেবে মনে করছি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা একটি ফ্রি ফেয়ার ভোটের জন্য অনেক সংগ্রাম করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছেন। আমি তাদের একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি আমি সেটা উপহার দিতে পারব। আমাদের যারা নতুন কমিশনার হয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।

আর এটি বাস্তবায়ন করতে দেশের সবার সহযোগিতা দরকার। দেশের জনগণ, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরো খবর