বুধবার   ০৩ জুলাই ২০২৪   আষাঢ় ১৮ ১৪৩১   ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭

লাকসামে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এম এ জলিল

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

৩০ জুন ২০২৪- রবিবার লাকসামে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষায়  ( লাকসাম উপজেলা জোন)  বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান লাকসাম শহরের ঐতিহ্যবাহী পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ  বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে  শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম ( জোন)  প্রধান সমন্বয়ক  মাওলানা মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত  ছিলেন-  শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর ছিদ্দিক। 
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে -  লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ( হেলাল), শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সাবেক উপ- পরিচালক সৈয়দ গোলাম হায়দার হাসিব। 

প্রধান বক্তা ছিলেন - শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপ- সচিব মোহাম্মদ মনির উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - ইসলামী যুব ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সচিব এম, হেলাল উদ্দিন,  শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, মাওলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম জোন সচিব মোঃ এমরান হোসেন ভূঁইয়া। 
প্রধান উদ্বোধক আলহাজ্ব মীর মোঃ আবু বকর ছিদ্দিক  ছিদ্দিক বলেন-  মেধা বিকাশে মননে শহীদ লিয়াকত আলী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। 
ইসলামের সুমহান  আর্দশ বাস্তবায়ন করতে গিয়ে জালিমদের হাতে  তিনি শাহদাত বরণ করেন
শহীদ লিয়াকত আমাদের অনুপ্রেরণা বাতিঘর। 

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরিক্ষায় - ২০২৩ সালে  সারা দেশের ন্যায় লাকসাম উপজেলা অংশ গ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস বিতরণ করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর