শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

লাকসামে ফাঁস লাগানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মে ২০২১  

লাকসামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফয়সাল (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে নিজ ঘর থেকে লাকসাম থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। শনিবার (২৯ মে) সকালে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরশহরের ৫নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার প্রথম সংসারে তিন ছেলে সন্তান রেখে স্ত্রী মারা যায়। পরে ইউনুস মিয়া দ্বিতীয় বিয়ে করেন পারভীনকে। ওই সংসারেও দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ফয়সাল বড়। শুক্রবার সন্ধ্যায় ইউনুস মিয়ার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার ফয়সালকে একা ঘরে রেখে তার বাবার বাড়ি (পৌরসভার বাগবাড়ী) বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় তাদের সাথে নানার বাড়িতে যাওয়ার বায়না করে ফয়সাল। এ নিয়ে বাবা মায়ের সঙ্গে ফয়সালের কথাকাটাকাটি হয়। ফয়সালকে ঘরে একা রেখে বাবা-মা বেড়াতে  চলে যায়। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে নিজ ঘরে ফয়সাল ঘরের সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস দেয় বলে কেউ কেউ বলছেন। আবার কেউ ওই শিশুর মৃত্যু রহস্যজনক বলে জানান ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর