শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭০

লাকসামে গ্রেনেড উদ্ধার

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে ২০২১  

কুমিল্লার লাকসামে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার ডুরিয়া বিষ্ণুপুর গ্রাম থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। এটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকালে ডুরিয়া বিষ্ণুপুর গ্রামের কতিপয় শিশু-কিশোর খেলাধুলার সময় স্থানীয় একটি শুকনো দিঘীতে গ্রেনেডটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়।  

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেনেডটিতে মরিচাপড়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় গ্রেনেডটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

তিনি আরও জানান, গ্রেনেডটি বিস্ফোরণের জন্য সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরো খবর