শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

লাকসাম পৌরসভার ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন ২০২১  

নতুন করে কোনোরূপ করারোপ না করেই কুমিল্লার লাকসাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুন) লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভা সম্মেলন কক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, এবারের বাজেটে নতুন কোনো করারোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। তবে গতবারের চেয়ে এবারের বাজেটে প্রায় ১৭ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। বৈশ্বিক মহামারীর কারণে প্রত্যাশিত বৈদেশিক আর্থিক সহায়তা না পাওয়ায় বাজেটে এ ঘাটতি দেখানো হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে বাজেট আলোচনায় অংশ নেন- প্যানেল মেয়র খলিলুর রহমান, শাহজাহান মজুমদারসহ পৌর কাউন্সিলরবৃন্দ, হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।

বাজেট ঘোষণাকালে মেয়র জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৭০ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৮১৩ টাকা। প্রায় ২ কোটি টাকা বাজেট উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ৭৪০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৪৬ কোটি ৬১ লাখ ৯ হাজার ৯৬ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে রাস্তাঘাট নির্মাণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি ২০ লাখ টাকা, পানি নিষ্কাশন ও জলবদ্ধতা নিরসনে ২০ কোটি টাকা। এছাড়াও পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর