বুধবার   ১৩ নভেম্বর ২০২৪   কার্তিক ২৮ ১৪৩১   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হলেন এড. সুজন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪  

লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠার পর থেকে লাকসামের সকল শ্রেনী-পেশার মানুষের সুখ -দু:খের সারথী হিসাবে পরিচিত হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি।

গত ১৬বছরে পরিকল্পিতভাবে  লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সম্পদ ও অর্থ লুটপাট করে ধ্বংস করে দিয়েছে ততকালীন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা।আমরা সঠিক তদন্তের মাধ্যমে দূর্নীতিবাজদের বের করবো।এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

 

গতকাল বুধবার লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন নব নির্বাচিত চেয়ারম্যান এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।

 

তিনি আরো বলেন- আমরা ঐতিহ্যের লাকসামকে সুন্দর করে সাজাতে চাই। এক্ষেত্রে সকল নাগরিককে তাদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দূর্নীতিবাজদেরকে বয়কট করতে হবে। 


 

 গতকাল বুধবার আনুষ্ঠানিক  দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসাবে এডভোকেট বদিউল আলম সুজন,ভাইস চেয়ারম্যান হিসাবে গোলাম ফারুক, সদস্য হিসাবে যথাক্রমে সাখাওয়াত হোসাইন, নুরুল ইসলাম,একেএম জাফর উল্লাহ ও সাজ্জাদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।


 

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সমবায় অফিসার শাহজাহান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.বদরুল ইসলাম,সাবেক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খোরশেদ আলমসহ সকল কর্মকর্তা এবং উপজেলা সকল সমবায় সমিতি গুলোর নেতৃবৃন্দ। 

 

পরে দায়িত্ব গ্রহণকৃত লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সকল নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ,উপজেলার সকল সমবায় সমিতির নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরো খবর