শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৪

রামেবি উপাচার্যের বিডিএস পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিনে অনুষ্ঠিত নভেম্বর-২০২২ সালের ৪র্থ বর্ষ (শেষ) বৃত্তিমূলক বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।৫ এপ্রিল (বুধবার) তিনি রাজশাহীস্থ উদয়ন ডেন্টাল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।তিনি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। উপাচার্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিনে অনুষ্ঠিত নভেম্বর-২০২২ সালের ৪র্থ বর্ষ (শেষ) বৃত্তিমূলক বিডিএস পরীক্ষায় এবছর রাজশাহী ও রংপুর বিভাগে ১৯৭ জন শিক্ষার্থী ০৭টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রণ করছে।এ সময় রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, রামেবির মেডিসিন ও ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: নওশাদ আলী, উপ-রেজিস্ট্রার ডা. মো: আমিন আহমেদ খান ও উপাচার্যের একান্ত সচিব মো: ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।