মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭২১

রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

(এক)

তুমি
যখন অপক্ষারত আমার খোঁপায়
চুপটি করে পিছন থেকে
ঘাসফুলের মালা জড়িয়ে দেবে
তখন বিষন্নতা পালাবে
দূর কোন মেঠো পথের সবুজ গাঁয় ।

তুমি
যখন উপহার দেয়ার ছলে
হাতটি ধরে আমার
নিবিড় স্পর্শে তোমার হাতে লুকিয়ে নেবে
তখন কষ্টের উঠোন খানি
হলুদ গালিচায় ভরে যাবে ।

তুমি
যখন ছোট্র ধূলিকনার খোঁজে
আঁখির কোণ
আলতো করে ছুঁয়ে যাবে
তখন কান্নার ঝরনাধারা
হলুদ নিসর্গে ভ্রমনে হবে উধাও ।

তুমি
যখন ডাকবে আমায়
স্বপ্নময়ী মাধবী ''বনলতা''
তখন অদ্ভুত সুন্দর হাসিতে
দিগন্ত জোড়া সরিষা ক্ষেতের
ভাঁজে ভাঁজে লজ্জায় লুকাবে
আমার মুখের মলিনতা ! 

যখন তুমি আমায় বলবে
নীলপরী নীলাঞ্জনা
তখন তোমার বুকের সবুজ মাঠে
শুরু করবো অমর প্রেমের কাব্য বোনা ।


(দুই)

এ দেহ পড়ে রবে,
এ দেহ
পড়ে রবে,পড়ে রবে 
মাটির ঘরে,
মাটির দেহ
মাটির পাহাড় 
বক্ষে জড়ায়ে
পড়ে রবে
একাকী অন্ধকারে,
বাবা-মা,
ভাই-বোন
পাড়া প্রতিবেশি
বন্ধু সজন,
ঝরাবে অস্রুবারি
পৃথিবীর পরে,
ভুল-ত্রুটি ছিল যা
সকলি বাঁবিবে 
সকল জনে
ক্ষমার ডোড়ে....
পাপ তাপ
অভিশাপ
পূণ্য,মহান
মহানুভাব
কি ছিল সন্চয়,
যোগ-বিয়োগ,
গুন-ভাগ
ফলাফল দাঁড়ায়ে রবে 
প্রভুর সমূখে,,,,,
হিসাবের খাতা খুলি
কোন কৈফিয়ত দেয়ার
বুঝি
পাব নাকো 
পাবো নাকো সময়,
আত্মার আর্তনাদ
শুনবে না কেহ
মাটির ঘরে 
মাটির বিছানায়
পড়ে রবে,পড়ে রবে
নিথর দেহ.........


(তিন)

ধন্য কর 
ভূবন....
পূন্য কাজে তব,
সফল হবে 
জীবন
প্রশান্ত রবে
মন....।

দুঃখ-ব্যথা করি
গোপন
সুখের হোক
আগমন...
মানস পটে সদা,
যাক ছুঁয়ে
চির শান্তির
সবুজ চরণ......। 
 

এই বিভাগের আরো খবর