সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

রাজশাহীর নেতাদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

গণভবনে তলব করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে দল গোছানো এবং নৌকাকে বিজয়ী করার কাজে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে বুধবার (২৯ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সাধারণ সম্পাদক ডাবলু সরকার,জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাকে গণভবনে তলব করা হয়।

 

পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ছাড়া অন্য তিন নেতা গণভবনে উপস্থিত হন।সেখানেই তাদের এমন বার্তা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল ওয়াদুদ দারা।

 

মোবাইল ফোনে এই প্রতিবেদককে দারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশ কিছু দিক-নির্দেশনা ও বার্তা দিয়েছেন।তিনি বলেছেন, সকলে একসাথে মিলে সঙ্ঘবদ্ধভাবে দল করো।আমি সকলের খবরই জানি।সকলের হিসাব-নিকাশ ও তথ্য আমার কাছে আছে।অতএব, ভোট নিয়ে চিন্তা করোনা,তোমরা দলটি ভালোভাবে করো।দল না থাকলে আমরা কেউ থাকবো না।

 

সাম্প্রতিক রাজশাহীর আওয়ামী রাজনৈতিক ইস্যুতে দলীয় প্রধান কিছু বলেছেন কিনা জানতে চাইলে আব্দুল ওয়াদুদ দারা বলেন,তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বলেছেন,“তোমার কোন চিন্তা নেই,আমি তোমাকে সম্পাদক করেছি;দায়িত্ব আমার।তোমরা ফিরে গিয়ে সভাপতি,সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে কাজ করো।আমি জেনে খুশি হয়েছি,রাজশাহী জেলা ও মহানগর তোমরা একসাথে মিলিয়ে কাজ করছো।

 

উল্লেখ্য,বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য বলেন।একই সঙ্গে সরকারের উন্নয়নের কর্মকাণ্ডগুলোকে সাধারণ জনগণের সামনে তুলে ধরার কথা বলেন।বিশেষ করে যার যার এলাকায় সরকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কী কী পদক্ষেপ নিয়েছে সেগুলো তুলে ধরার পরামর্শ দেন তিনি।এছাড়াও তৃণমূলের নেতাদের মধ্যে সব ধরনের দ্বিধা-দ্বন্দ ভুলে নৌকার ঐক্যবদ্ধ প্রচারণা এখন থেকে শুরু করার জন্য নেতাদের নির্দেশনা দেন দলীয় প্রধান। 

এই বিভাগের আরো খবর