বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ১ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামীন আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪  

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামীন আলী'র অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাংশা সরকারি কলেজ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে কয়েকশত শিক্ষার্থী মিছিল নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বায়তুল্লাহ নগরী, বারেক মোড় ও শিল্পকলা মোড় হয়ে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ করেন। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্তার মাখফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

দোয়া মোনাজাত পরিচালনা করেন, পাংশা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তোজাম্মেল হোসেন। বক্তব্য দেন, পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মুন্সি।

পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ  সম্পাদক মোঃ শিপন ইসলাম, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মন্ডল। কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমান শোভন। এছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর