মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫   বৈশাখ ২ ১৪৩২   ১৬ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

রাঙ্গাবালীতে লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মোঃ কাওছার আহম্মেদ , রাঙ্গাবালী, পটুয়াখালী

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪  

চরাঞ্চলের ঝরে পড়া ও স্কুলবিমুখ ৫০০ শিশুকে সমন্বিত মৌলিক শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে পটুয়াখালীর রাঙ্গাবালীতে লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের সমাপনী  সভা অনুষ্ঠিত হয়েছে । 

 

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  পাইলটিং এ প্রকল্পের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং প্রজেক্ট ক্লোজার মিটিং করা হয়। 

 

এই সময় উপজেলার ১৬টি শিখন কেন্দ্রের মাধ্যমে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের মৌলিক শিক্ষা প্রদানে প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

 

তুলে ধরা হয় শিশুদের মূল স্রোতধারায় নিয়ে আশা এবং শতাধিক শিশুকে স্কুলমুখী করার বিষয়টি।  

 

বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে  ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির  (আইআরসি) সহযোগিতায় প্রকল্পটি এক বছর ৬ মাস ধরে বাস্তবায়ন হয়। 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।  

 

এতে অংশ নেন জাগোনারী এবং আইআরসির কর্মকর্তারা, শিখন কেন্দ্রের শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা। 

এই বিভাগের আরো খবর